জিয়ার জন্মবার্ষিকীতে এতিমদের খাবার বিতরণ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-20 22:04:25

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের তুলাতলী এলাকায় বায়তুর রিদওয়ান এতিমখানা ও মাদ্রাসা-ই-আবু হুরায়রা কমপ্লেক্সে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে তিনি এতিমদের মাঝে খাবার বিতরণ করেন। সোমবার (২০ জানুয়ারি) বাদে যোহর বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের উদ্যোগে এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানের পৃষ্ঠপোষকতায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিল শেষে সাঈদ আল নোমান এতিম ছাত্রদের মধ্যে খাদ্য বিতরণ করেন। এতিমখানার কর্তৃপক্ষ জানান, তার এই উদ্যোগ প্রমাণ করে যে, তিনি শুধু রাজনীতিতে নয়, মানবিক দিক থেকেও সক্রিয়। সাঈদ আল নোমানের এই পৃষ্ঠপোষকতা স্থানীয় জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ এবং সহানুভূতির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন, যারা সাঈদ আল নোমানের উদ্যোগের প্রশংসা করেন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Related News