অনুমোদন না নিয়ে ইট ভাটা চালু করায় লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৪টি ইট ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সাথে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানাসহ ভাটা বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রওজাতুন জান্নাত।
জরিমানা গুনা ও বন্ধ ঘোষণ করা ইটভাটাগুলো হলো, উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পুর্ব দৈলজোড় গ্রামের ওয়ান স্টার ব্রিকসের ২ লাখ টাকা, জেআর ব্রিকসের ২০ হাজার টাকা, পশ্চিম ভেলাবাড়ি গ্রামের সান টু ব্রিকসের ১ লাখ টাকা ও খাতাপাড়া এলাকার এলএস ব্রিকসের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এসব ভাটার ইট তৈরি পোড়ানোসহ সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত জানান, আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে মহিষখোচা ও পলাশী ইউনিয়ন বাদে বাকী ৬টিতে ১০টি ইট ভাটা রয়েছে। যার মধ্যে ৪টি ইট ভাটার বৈধ কোন কাগজপত্র নেই এবং ইট পোড়ানোর কোন অনুমোদন নেই। বৈধ কাগজপত্র ছাড়াই ইট ভাটায় ইট পোড়ানো হচ্ছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনভর পুলিশ নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিনি।
এ সময় পৃথক অভিযানে ভাটা মালিকরা বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় ৪টি ভাটা মালিকের ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ইট তৈরি ও পোড়ানো সহ সকল ধরনের কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।