কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘কলেজের শঙ্খলা রক্ষায় গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের ন্যায় কলেজ ক্যাম্পাস সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।’
এবিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আকতার উদ্দীন চৌধুরী জানান, ‘কক্সবাজার সিটি কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ নিয়ে সামাজিক মাধ্যমে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তা অনভিপ্রেত। সম্মানিত গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯৩ সাল থেকে কলেজ ক্যাম্পাসে কখনো ছাত্র রাজনীতি চালু ছিল না। সুতরাং, নতুন করে “রাজনীতি নিষিদ্ধ” ঘোষণা করার প্রশ্নই ওঠে না। শুধু পূর্বের সিদ্ধান্তটা পুনরায় জানানো হয়েছে। তবে, কলেজ শাখার নামে কলেজ ক্যাম্পাসের বাইরে ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম চলমান রয়েছে।’
১৫ জানুয়ারি অধ্যক্ষ ক্যা থিং অং এর বয়সকালীন বিদায়ের পর কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক আকতার উদ্দীন চৌধুরী।