অর্থ আত্মসাতের অভিযোগ, সাবেক এমপি কালামের বিরুদ্ধে দুদকের মামলা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2025-01-21 22:18:14

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য দুই আসামি হলেন, তাহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের এবং উপ-সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান।

দুদকের আইনজীবী মো. বজলে তৌহিদ আল হাসান বাবলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়র থাকাকালে ২০১৭ সালে তাহেরপুর পৌর শহর রক্ষায় ৪১৫ মিটার বাঁধ নির্মাণের জন্য ৪ কোটি ৯৮ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু কাজ শেষ করার আগেই ঠিকাদারকে পুরো টাকা পরিশোধ করা হয়। দুদক কর্তৃক প্রকল্পটির পরিমাপ করে দেখা যায়, ৪১৫ মিটারের বদলে ঠিকাদার ৪০৫ মিটার বাঁধ নির্মাণ করেছেন।

তদন্তে উঠে এসেছে, আবুল কালাম আজাদ, আবদুল কাদের এবং জাহিদুর রহমান মিলে প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়ন না করে ৩৩ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। তাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, ৫ আগস্ট ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার হওয়ায় এবিষয়ে আবুল কালাম আজাদের বক্তব্য পাওয়া যায়নি।

Related News