রাঙামাটি অভিজাত জুয়ারি ক্লাবে মোবাইল কোর্টের হানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2025-01-22 04:11:44

রাঙামাটি শহরের অন্যতম প্রধান ভিভিআইপিদের জুয়ার আসরে বেরসিক প্রশাসন অতর্কিত অভিযান পরিচালনা করে ৯জন অভিজাত জুয়ারীকে হাতেনাতে আটক করে তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ৩২ হাজার ৮৪০ নগদ টাকা জব্দ করেছে।

পরবর্তীতে জনপ্রতি একশো টাকা জরিমানা আদায় করে জুয়ারিদেরকে ছেড়ে দিয়েছে মোবাইল কোর্ট। এসময় জুয়ার আসর বসানোর অপরাধে ফ্লেভার রেষ্টুরেন্টের ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্র ও রাঙামাটি জেলা প্রশাসন সূত্রে পাওয়া তথ্যে জানাগেছে, রাঙামাটি শহরের রাজবাড়িস্থ জেলা শিক্ষা অফিসের বিপরীতে অবস্থিত ফ্লেভার রেষ্টুরেন্টে নিয়মিত জুয়ার আসর বসে স্থানীয়দের মাধ্যমে এমন তথ্য পেয়ে মঙ্গলবার দুপুরে উক্ত ফ্লেভার রেষ্টুরেন্টে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি মোঃ শামীম হোসেন।

এসময় ঘটনাস্থলে গিয়ে জুয়া খেলারত অবস্থায় সর্বমোট নয়জন জুয়ারীকে হাতেনাতে ধৃত করা হয়। তারা হলেন, দেবপ্রিয় রায়, মিনাল তংচঙ্গ্যা, কোয়েল দেওয়ান, রিগ্যান চাকমা, সুশীল কান্তি চাকমা, হিরালাল চাকমা, রূপায়ন চাকমা, রূপন তালুকদার ও সুমন্ত চাকমা।

উপরোক্তদের বঙ্গীয় জুয়া আইনে একশো টাকা করে নয়জনকে নয়শো টাকা জরিমানা আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

এসময় জুয়ার আসর পরিচালনাকারী ফ্লেভার রেষ্টুরেন্টের ম্যানেজার সজল দে’কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন কর্তব্যরত মোবাইল কোর্ট কর্তৃপক্ষ।

Related News