পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2025-01-23 09:53:07

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে দুটি ফেরি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

নদী এলাকায় কুয়াশার প্রকোপ কমে গেলে আবার ফেরি চলাচল শুরু করা হবে বলে জানান কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের এজিএম সালাম হোসেন বলেন, বুধবার মধ্যরাত থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এলাকায় প্রচুর পরিমানে কুয়াশা পড়তে শুরু করে।

ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায় এবং এতে করে নৌরুটে ফেরি চলাচল বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যে কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান সালাম হোসেন।

Related News