বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে গণমিছিল

, জাতীয়

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-23 17:46:08

আইএমএফের সাথে সকল চুক্তি বাতিল ও বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে গণমিছিল করেছে বামপন্থী‌দের একটি জোট।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে এই মিছিল শুরু করে কাঁটাবন হাতিরপুল গ্ৰিনরোড হয়ে আনন্দ সিনেমা হলের সামনে শেষ হয়।

বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট পার্টির ঢাকা মহানগরের সভাপতি ইকবাল কবির বলেন, সরকারের ভ্যাট বাড়ানো এই সিদ্ধান্ত প্রবাসীদের আন্দোলনের স্পীডকে ভূলুণ্ঠিত করেছে। সমস্ত রকম পণ্যের উপর ভ্যাট প্রত্যাহার করতে হবে। হয়তো আজকের মিছিলে ফলে দুই একটি ভ্যাট কমাবে। তা আমরা মানি না।

তিনি আরও বলেন, আইএমএফ এর কোন স্থান এই দেশে হবে না। আইএমএফের সাথে সমস্ত চুক্তি বাতিল করতে হবে। জুলাই আন্দোলনে স্লোগান ছিল ভ্যাট দিবো না গুলি কর। আজকেরও আমাদের স্লোগান একই, ভ্যাট দিবো না গুলি কর‌।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিজের সত্যতা প্রমাণ করার জন্য হলে অবিলম্বে আইএমএফের সাথে সকল চুক্তি বাতিল ও সকল বর্ধিত কর প্রত্যাহার করতে হবে।

Related News