ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদের সরকারি মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ ও ফেইসবুক আইডি ক্লোন/হ্যাক করে টাকা দাবির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ইউএনও অফিশিয়াল ফেসবুকে একটি সতর্কতামূলক পোস্ট ও থানায় সাধারণ ডায়েরি করেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন বৃহস্পতিবার দুপুর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা আমার অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন/ হ্যাক করে বিভিন্ন লোকের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয়ে টাকা দাবি করে। কিন্তু যাদের মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে টাকা চাওয়া হয়েছে, তারা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ফাঁদে পা দেননি।
ইউএনও মো. এরশাদুল আহমেদ আরও বলেন অনেকেই আমাকে টাকা চাওয়ার বিষয়ে অবগত করেছেন। পরে আমি তাৎক্ষণিকভাবে ফেসবুকে পোস্ট দিয়ে থানায় জিডি করি এবং সবাইকে সাবধান হওয়ার আহবান জানাই।