পটুয়াখালীতে চাঁদার দাবিতে হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডে, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2025-01-23 20:26:34

পটুয়াখালীর দুমকী উপজেলার যুবদল নেতা মিজানুর রহমান লাল মিয়ার বিরুদ্ধে চাঁদার টাকা না পেয়ে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে ব্যর্থ হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মুদি ব্যবসায়ী মো. বেল্লাল হোসেন জানান, যুবদল নেতা লাল মিয়া ও তার সহযোগীরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় লাল মিয়া, সাবু ও সাইফুলসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা এলোপাথারি ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়।

স্থানীয় বাসিন্দাদের মতে, লাল মিয়ার পরিবার পূর্বে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে বিএনপিতে যোগ দিয়ে প্রভাব বিস্তার শুরু করে।

অভিযুক্ত মিজানুর রহমান লাল মিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেন, "ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বেল্লাল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। সামান্য ঝামেলাকে কেন্দ্র করে তিনি মিথ্যা নাটক সাজিয়েছেন।"

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, "৯৯৯-এ কল পেয়ে এসআই আমিনুলকে ঘটনাস্থলে পাঠানো হয়। অভিযোগ দিতে বলা হলেও তারা আদালতের আশ্রয় নিয়েছে।"

Related News