রাজশাহীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের শীতবস্ত্র বিতরণ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2025-01-24 15:24:55

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে ৪ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে কম্বল প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজশাহী আইইবি প্রাঙ্গণে ৪ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু।

রিয়াজুল ইসলাম রিজু বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যেমন পেশাজীবীদের জন্য কাজ করে, তেমনি হতদরিদ্র, অসহায় মানুষদের জন্যও কাজ করে। শুধু শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের কার্যক্রম শেষ হবে না। সামনে হতদরিদ্র মানুষের সন্তানদের লেখাপড়ার বিষয়েও অনেক কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সমাজের সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সাধারণ সম্পাদক ড. অধ্যাপক প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।

এছাড়াও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রাজশাহী সেন্টারের ভাইস চেয়ারম্যান (এডমিন) প্রকৌশলী মো. মনিরুজ্জামান, (একাডেমিক) প্রকৌশলী মো. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রফেসর মো. রবিউল ইসলাম সরকার, এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) রাজশাহী শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শিহাবুল ইসলামসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হয়েছে।

Related News