চট্টগ্রামের রাউজানে মসজিদে নামাজের জন্য যাওয়ার পথে জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ম্যানেজার আব্বাস গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নোয়াপাড়ার নিরামিষ পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক এবং আসাদগঞ্জে শুঁটকির ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, দুপুরে জাহাঙ্গীর মোটরসাইকেলে নামাজে যাচ্ছিলেন, আব্বাস তার পেছনে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে প্রথমে তাকে লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং পরে গুলি করে হত্যা করে। আব্বাস গুলিবিদ্ধ হয়ে আহত হন। স্থানীয়রা জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল আলম চৌধুরী জানান, ঘটনার তদন্ত চলছে এবং পরিবারের দাবি অনুযায়ী তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।