প্রধান উপদেষ্টার বাসভবনের আশ্বাসে নেওয়া হয় কার্যালয়ে, জমা হয়নি স্মারকলিপি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-24 19:51:19

দাবি আদায়ে স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বদলে তাঁর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে আন্দোলনরত শিক্ষকদের। কিন্তু সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেউ না থাকায় স্মারকলিপি জমা দেওয়া যায়নি বলে অভিযোগ করেছেন শাহবাগে অবস্থানরত ১০ম গ্রেড প্রত্যাশী আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।  

একই সঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফিরে এসে এসব জানান আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান বলেন, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নিয়ে যাওয়ার কথা বলে নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। আর সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় স্মারকলিপি জমা দেওয়া যায়নি। এটি ‘শুভঙ্করের ফাঁকি’। এমন ঘটনায় আমরা অবাক হয়েছি। আপাতত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বাকি সহকর্মীদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে রাজধানীর জাতীয় শহীদ মিনারে আয়োজিত 'শিক্ষক সমাবেশ ২০২৫' থেকে মার্চ ফর ১০ম গ্রেড আদায়ে বিকাল ৩টা ৪০ মিনিট নাগাদ শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করা হয়। পরে বিকাল ৪টা ৩ মিনিট নাগাদ মিছিলটি রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে পৌছালে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরে আন্দোলনকারীরা শাহবাগ টিএসসি সংলগ্ন জাতীয় জাদুঘরের সামনের সড়কে বসে পরেন।

এসময় আন্দোলনরত শিক্ষকদের- 'এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০ গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

Related News