ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতা বহিষ্কার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-01-24 21:17:09

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত ও নিউ মার্কেট থানার পুলিশের ওপর হামলার ঘটনায় স্থায়ীভাবে বহিষ্কার হলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন ও সহ সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেল।

শুক্রবার (২৪ জানুয়ারি) এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

এতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের অনাকাঙ্ক্ষিত অভিযোগের ভিত্তিতে তাদের দুজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, শৃঙ্খলা ভঙ্গের অনাকাঙ্ক্ষিত অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন ও সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। অধিকতর তদন্ত পূর্বক স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এতে আরও বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।’

এর আগে, শুক্রবার বিকেলে মিথুনকে গ্রেফতার ও তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংবাদ প্রকাশ করে বার্তা২৪.কম।

Related News