রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ শরিফুল ইসলাম পিয়াল (২৬), মোঃ মশিউর রহমান মানিক (২৮), রাসেল সরদার (২২), মোঃ মামুন হোসেন নাঈম (২৮) ও মোঃ মুন্না হোসাইন (২৫)।
গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রায়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ছিনতাইকারী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
তাদের মধ্যে মশিউর, রাসেল, মামুন ও মুন্নাকে রায়ের বাজার পাবনা হাউজিং গলি ও হোসেন সাহেবের গলি থেকে এবং শরিফুলকে মোহাম্মদপুর থানা এলাকা গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের বিভিন্ন ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা তারা স্বীকার করেছে।
রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, বিভিন্ন থানায় মোঃ শরিফুল ইসলাম পিয়াল এর নামে সাতটি, মোঃ মশিউর রহমান মানিক এর নামে পাঁচটি, রাসেল সরদার এর নামে তিনটি এবং মোঃ মামুন হোসেন নাঈম ও মুন্না হোসাইন এর নামে দুটি করে ছিনতাইয়ের মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।