সিলেটে রিসোর্টকাণ্ডে ছাত্রদল নেতাসহ ৩০৬ জনের বিরুদ্ধে মামলা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2025-01-25 00:07:12

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকায় রিজেন্ট পার্ক রিসোর্টে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩০৬ জনের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ছাত্রদল নেতাসহ ৬জনের নামোল্লেখ করে ২৫০/৩০০জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ। মামলা নং-৭ তারিখ ২৩/০১/২৫খ্রি:।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, মামলায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান আসামী করা হয়েছে।

এছাড়াও আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ, সুমন আহমদকে আসামি করা হয়েছে। তারা সকলেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

এব্যাপারে মামলার বাদী রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ বলেন, দুর্বৃত্ত্বরা আমার রিসোর্টে অনেক ক্ষতি করেছে। আমার যে বিল্ডিংয়ে আগুন দিয়েছে সেটি ক্ষয়ক্ষতি নিরুপন করতে পারিনি। এছাড়াও কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি করা হয়েছে।পুলিশ তদন্ত সাপেক্ষে আসামী ধরুক। আমি ন্যায়বিচার চাই আর কিছু বলতে চাইনা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রিজেন্ট পার্কে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে মোগলাবাজার থানায়। মামলার বাদী হয়েছেন রিজেন্ট পার্ক রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন। এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার করা যায়নি। তবে ঘটনায় জড়িতদের ধরতে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করছি।

উল্লেখ্য-গত ১৮ জানুয়ারি রিজেন্ট পার্ক রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্থানীয়রা ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেন। এসময় বিক্ষুব্ধ জনতা রিসোর্টে হামলা ও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। পরবর্তীতে ব্যাপক লুটপাট করা হয়।

এরপর স্থানীয়রা কাজী ডেকে এনে ওই তরুণ-তরুণীদের পরিবারের লোকজনের উপস্থিতি ৮ জনের বিয়ে দেন। এদের মধ্যে ৩ জনের ১০ লাখ করে ৩০ লাখ টাকা এবং একজনকে ১২ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন করা হয়।

Related News