চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর ইসলামিয়া ওবাইদিয়া মাদরাসা থেকে কাইছার হামিদ (৩৪) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) এমবিবিএস ডিগ্রিধারী পরিচয়ে প্রতারণা করছিলেন।
রোববার (২৬ জানুয়ারি) সকালে তাকে আটক করে মাদরাসা কর্তৃপক্ষ। আটককৃত ব্যক্তি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হানদার ইউনিয়নের ছানোয়ার মাস্টার বাড়ির মোহাম্মদ ছালে আহমদের ছেলে।
মাদরাসা সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আগে একটি নম্বর থেকে মাদরাসা কর্তৃপক্ষকে জানানো হয় যে শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। এরপর থেকে তিনি ২০ টাকা ফি নিয়ে শিক্ষার্থীদের চিকিৎসা এবং ৪০-৫০ টাকা নিয়ে বিভিন্ন পরীক্ষা চালিয়ে আসছিলেন। এভাবে তিনি দেড় হাজার শিক্ষার্থীকে ভুয়া চিকিৎসা দিয়েছেন।
মাদরাসার শিক্ষক জাহিদ হাসান বলেন, আমরা প্রথমে প্রতারণা বুঝতে পারিনি। পরে তার আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তিনি ভুয়া চিকিৎসক। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদরাসার অভিযোগের ভিত্তিতে আমি নিজে গিয়ে দেখেছি, তিনি চমেকের চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন। মূলত মো. আমান নামে এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে তিনি কাজ করছিলেন। প্রশাসন ও মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।