মুক্তি পেয়ে কারাফটকেই আটক সাবেক এমপি কালাম

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2025-01-29 23:13:17

মুক্তি পেয়ে কারাফটকেই আটক সাবেক এমপি কালাম

জামিনে মুক্তির পর কারাগারের ফটকেই আবার আটক হয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ। বুধবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার পর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে।বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক আরিফ আলী।

এর আগে বিকেল থেকেই তার জামিনের খবর ছড়িয়ে পড়লে কারাগারের বাইরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। রাত ৮টার দিকে কারাগারের প্রধান ফটক দিয়ে বের হন তিনি। এরপর ডিবি পুলিশের একটি জিপে তুলে তাকে নিয়ে যাওয়া হয়।

সাবেক এমপি আবুল কালাম আজাদ বাগমারা থানার দুটি মামলায় কারাবন্দি ছিলেন। উচ্চ আদালত থেকে তিনি জামিন পাওয়ার পর কারাগারে কাগজপত্র পৌঁছালে মুক্তির প্রক্রিয়া শুরু হয়।

তবে মুক্তির পরপরই ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা তাকে আটক করতে বাধা দেওয়ার চেষ্টা করেন। তারা ডিবি পুলিশের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন এবং কয়েকজন ইটপাটকেলও নিক্ষেপ করেন। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

রাজশাহী জেলা ডিবির পরিদর্শক আরিফ আলী জানান, সাবেক এমপি আবুল কালাম আজাদকে কারাগারের সামনে থেকে আটক করা হয়েছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা পরে জানানো হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার এমপি নির্বাচিত হন আবুল কালাম আজাদ। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। পরে ২ অক্টোবর রাতে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকা থেকে র‍্যাব-৪ ও র‍্যাবের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে গ্রেফতার হন তিনি।

Related News

right arrow