চট্টগ্রামে মাসব্যাপী বইমেলা শুরু শনিবার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-30 13:13:42

চট্টগ্রামে মাসব্যাপী বইমেলা শুরু শনিবার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৫। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম চত্বরে এই মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

ঢাকা ও চট্টগ্রামের শীর্ষ প্রকাশনা সংস্থাসহ ১৪০টি স্টল নিয়ে জমজমাট হবে এবারের মেলা। এর মধ্যে ঢাকার প্রকাশনা সংস্থা ৪৪টি, চট্টগ্রামের ৭৪টি এবং ডাবল স্টল ৩৩টি। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে জিমনেসিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, মেলার উদ্বোধনী অনুষ্ঠান ১ ফেব্রুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র জানান, বইমেলায় দৃষ্টিনন্দন ‘শহীদ জিয়া স্মৃতি পাঠাগার’, নতুন বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চ, সেলফি কর্নার এবং ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী থাকবে। মাসব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে কবিতা উৎসব, লেখক সমাবেশ, রবীন্দ্র-নজরুল উৎসব, মুক্তিযুদ্ধ উৎসব, শিশু উৎসব, লোক উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতায় থাকবে সিসিটিভি নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি থাকবে হেলথ কর্নার, সিটি কর্পোরেশনের সার্ভিস বুথ এবং মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন।

ডা. শাহাদাত হোসেন বলেন, বইমেলা আয়োজন চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। এটি তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে এবং মাদকসহ ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখবে। মেলার সাফল্যে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা বিশেষভাবে প্রয়োজন।

বইমেলায় চট্টগ্রামের নাগরিক সমাজ, লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী এবং পাঠকদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

Related News

right arrow