চট্টগ্রামে বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা ও সমাবেশ

বিএনপি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-11-07 20:40:46

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করেছেন যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মো. শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বেও একটি শোভাযাত্রা বের করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর কাজির দেউরি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে যুবদলের সংগঠক মো. শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে নগরীর ওয়াসা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি লাভলেন মোড় প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসানের সভাপতিত্বে ও মহানগর যুবদল নেতা মো. রুবেল মিয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুবদল নেতা মো. শহিদুল ইসলাম শহিদ, মহানগর যুবদল নেতা মীর হোসেন মাসুদ, মামুনুর রশীদ, জাবেদ শাফায়াত, মো. হোসেন, আবুল কালাম, মো. জাহেদ হোসেন, আবদুল্লাহ আল মামুন, মো. রুবেল, মো. জিয়া প্রমুখ।

সমাবেশে শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘১৯৭৫ সালের দেশের এক ক্লান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন। শহীদ জিয়ার আদর্শে দেশের সব ক্লান্তিলগ্নে জাতীয়তাবাদী শক্তি এগিয়ে এসেছেন। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও এই স্পিরিট কাজ করেছে। বিদেশি অপশক্তির বিরুদ্ধে বরাবরই শহীদ জিয়ার অবস্থান ছিল। ২৪-এ ছাত্র জনতার আন্দোলনের ফলে বিদেশি গোলাম স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ভবিষ্যতে দেশ বিরোধী অপচেষ্টা সংঘটিত হলে জাতীয়তাবাদী শক্তি বসে থাকবে না।’

এসময় নেতাকর্মীরা শহীদ জিয়া এবং ২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেরাত করেন।

Related News