বাংলাদেশে পতিত স্বৈরাচার নতুন করে ইসকনের ওপর ভর করে সাম্প্রদায়িক সংঘাত তৈরির অপচেষ্টা করছে। দেশ কোনো উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করবে না বলে হুশিয়ারি করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শুক্রবার (২৯ নভেম্বর) যাত্রাবাড়ীতে শহীদদের স্মরণে শহীদী ঐক্য চত্বরে (যাত্রাবাড়ী মোড়) আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি যাত্রাবাড়ী থানা শাখা আয়োজিত এক জনসভায় তিনি এই ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, যাত্রাবাড়ী আমাদের নতুন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তৈরির জায়গা। শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশের জন্ম তার বীজ রোপিত হয়েছে যাত্রাবাড়ীতে। আমরা সরকারকে বলবো যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন তাদের খবর নেন, শহীদদের পরিবারের খবর নেন তারা কেমন আছে, কি অবস্থায় আছে।
তিনি বলেন, উপদেষ্টাদের এসি রুম থেকে বের হয়ে জনগণের দুঃখ দুর্দশা শুনতে হবে। জুলাই বিপ্লবের আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের খোঁজ রাখতে হবে। তিনি বলেন, এই যাত্রাবাড়ী এক সময় চাঁদাবাজ আর সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছিলো। নতুন করে এই যাত্রাবাড়ী আবার চাঁদাবাজদের দখল হওয়ার সুযোগ এই সরকারকে রুঁখতে হবে। এটাই এবি পার্টির সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। তিনি এলাকাবাসীকে এবি পার্টিতে যুক্ত হয়ে সমস্যা সমাধানের রাজনীতিতে ভুমিকা রাখার আহ্বান জানান।
সভায় সভাপতির বক্তব্যে বিএম নাজমুল হক বলেন, আমার বাংলাদেশ পার্টি গোটা বাংলাদেশে ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে সংগ্রামী ভূমিকা রেখেছে। এখন নতুন বাংলাদেশ গঠনে আমরা আপনাদের সাথে নিয়ে ভূমিকা রাখতে চাই। ঢাকা মহানগরীতে জনগণের সমস্যার কোনো অন্ত নাই। এই সমস্যা গুলো চিহ্নিত করে আমরা তার সমাধানে আপনাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে সমাধানের উদ্যোগ নিতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে জুলাই শহীদদের রক্তের প্রতি অবিচার করা হবে। তিনি সরকারকে জনগণের সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখার আহবান জানান।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও যাত্রাবাড়ী থানা আহ্বায়ক সুলতান মোহাম্মদ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, দক্ষিণের যুগ্ম আহবায়ক আনোয়ার ফারুক ও যাত্রাবাড়ীর অন্যতম শহীদ আব্দুর রহমান জিসানের মা জেসমিন আক্তার।