ভারতের আধিপত্য মনোভাবের কারণে প্রতিবেশীরা কেউ সঙ্গে নেই: রিজভী

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-06 13:23:55

উপমহাদেশে আধিপত্য কায়েম করতে গিয়ে বিদ্বেষপূর্ণ, হিংসাত্মক ও অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান ও বাংলাদেশ সহ কেউ ভারতের সঙ্গে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশান ২ চত্তরে ভারতীয় পণ্য বয়কট ও দেশি পণ্য ব্যবহারে উৎসাহিত করণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে ঐতিহ্য ছিলো সেটা যেমন ভুলুণ্ঠিত হচ্ছে এখন আবার চাচ্ছেন সাম্প্রদায়িকতার ধুলো তুলে কট্টর হিন্দুত্ববাদীদের উস্কে দিয়ে উপমহাদেশে আধিপত্য কায়েম করতে। আপনাদের এই বিদ্বেষপূর্ণ, হিংসাত্মক ও অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান ও বাংলাদেশও আপনাদের সাথে নেই।

বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ জাতি উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, এই দেশটি স্বাধীনতা অর্জন করেছে ৩০ লাখ মানুষের আত্মদানের মধ্য দিয়ে। 

তিনি বলেন, ১৮/১৯ কোটি মানুষের এই দেশকে চোখ রাঙিয়ে, ভয় দেখিয়ে, মিথ্যা অপপ্রচার, অপতথ্য দিয়ে দাবিয়ে রাখতে পারবেন? কখনোই পারবেন না। আপনারা উঠে পড়ে লেগে গেছেন অপপ্রচার করতে, অপতথ্য দিতে।

৫ আগস্টের আগে যে সরকার ছিলো তারা ঘৃণিত সরকার উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তারা ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের সন্তানদের হত্যা করতে দ্বিধা করতো না। এরা নিজ দেশের গণতান্ত্রিক মানুষকে চিরদিনের জন্য নিখোঁজ করে দিতে দ্বিধা করতো না। নিজ দেশে নদীর ধারে, খালের ধারে মানুষ হত্যা করতো। সেই সরকার আপনাদের এত প্রিয় ছিলো কেন? কারণ, আপনাদের সাহসে, আপনাদের উস্কানিতে শেখ হাসিনা যা ইচ্ছা তাই করে বেরাতো এই বাংলাদেশে। ভোটের দরকার হতো না। শেখ হাসিনার আমলে যে ভোটগুলো হয়েছে সেগুলো হয়েছে ভোটারবিহীন।

তিনি বলেন, আপনারা মনে করছেন পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ তরকারিতে আর পেঁয়াজ খাবে না। আপনারা রসুন, আদা, সয়াবিন তেল বন্ধ করে দিলে আমরা রান্নায় এগুলো আর ব্যবহার করতে পারবো না। এটা তো দুঃস্বপ্ন দেখছেন যে এদেরকে আমরা পানিতে, ভাতে, তরকারিতে বঞ্চিত করবো। আপনারা গত ৫/৬ বছর গরু রপ্তানি বন্ধ করে দিয়েছেন। এখন মানুষ কোরবানিতে ১ কোটি ২০ লাখ গবাদি পশুরও ব্যবস্থা করছে, সারা বছর যা দরকার হয় সেটারও ব্যবস্থা করছে। ঐক্যবদ্ধ বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। 

Related News