লক্ষ্মীপুরে বিএনপির ৩ ইউনিটের আহ্বায়ক কমিটি প্রকাশ

বিএনপি, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2024-12-08 22:50:43

সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুরে বিএনপির তিনটি ইউনিটের কমিটির অনুমোদন দেওয়া হয়।

রোববার (৮ ডিসেম্বর) রাতে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর ফেসবুক আইডি থেকে কমিটিগুলোর তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তিনটিই আহ্বায়ক কমিটি।

এ কমিটিগুলো হলো- লক্ষ্মীপুর সদর (পশ্চিম), রায়পুর উপজেলা ও রায়পুর পৌর ইউনিট।

কমিটিগুলোর পৃথক অনুমোদন দেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান। তবে এসব কমিটির কোনো মেয়াদকাল দেখা যায়নি তালিকায়।

দলীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির ৫৮ সদস্য বিশিষ্ট কমিটিতে আব্দুল করিম ভূঁইয়া মিজানকে আহ্বায়ক ও কামরুজ্জামান সোহেলকে সদস্য সচিব মনোনীত করা হয়।

৫৫ সদস্যবিশিষ্ট রায়পুর উপজেলা বিএনপির কমিটিতে জেড এম নাজমুল ইসলাম মিঠুকে আহ্বায়ক ও সফিকুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

এবিএম জিলানীকে আহ্বায়ক ও সফিকুল আলম আলমাসকে সদস্য সচিব করে ৪৪ সদস্য বিশিষ্ট রায়পুর পৌর বিএনপির কমিটি অনুমোদন দেয়া হয়।

এর আগে আগে এসব কমিটি বিলুপ্ত করা হয়।

Related News