বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের ব্যুরোক্রেসি থেকে শুরু করে মেধাহীন জাতি তৈরি করার বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন করেছে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা (আওয়ামী লীগ)।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে (আইইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সমালোচনা করে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিগত ফ্যাসিবাদের সময় একটি সিস্টেমেটিক ওয়েতে, বিভিন্ন প্রক্রিয়ায় বাংলাদেশের সম্পূর্ণ শিক্ষাকে শেষ করে দেয়ার জন্য একটা প্রকল্প নেয়া হয়। যার মধ্যে অনেকক্ষেত্রে সফল হয়েছে।
তিনি বলেন, নাম্বার বাড়িয়ে দেয়া, প্রশ্নপত্র ফাঁস করাসহ পাবলিক সার্ভিস কমিশনকে দলীয়করণ করার মধ্য দিয়ে বাংলাদেশে যা হয়েছে, এদেশে শিক্ষাব্যবস্থা ত বটেই এবং শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে যে সমস্ত কর্মক্ষম জনগোষ্ঠী সৃষ্টি হয় তাদেরকেও শেষ করার মধ্য দিয়ে বাংলাদেশের ব্যুরোক্রেসি থেকে শুরু করে মেধাহীন জাতি তৈরি করার বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন করেছে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা।
তিনি বলেন, সে-সব দেশ সবচেয়ে উন্নত, যে-দেশে লাইব্রেরি সবচেয়ে উন্নত, যে-দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি৷ একটি দেশকে শেষ করে দেয়ার জন্য সে-দেশের বুদ্ধিজীবীদের শেষ করে দিয়েছিল পাকিস্তান।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের বুদ্ধিবৃত্তিক, জ্ঞান ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা করার জন্য, বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। আমরা কীভাবে এই জাতিকে সুশিক্ষিত, বুদ্ধিবৃত্তিক, জ্ঞানভিত্তিক জাতিতে গঠন করতে পারি সেজন্য আমাদের যথেষ্ট প্রকল্প হাতে নিতে হবে।
আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম; সেলিনা রহমান; মইন উদ্দিন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।