হেলাল হাফিজ বেঁচে থাকবেন তার কর্মের মাঝেই: জিএম কাদের

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা | 2024-12-13 17:52:49

কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার (১৩ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রয়াত কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা, শোক সন্তপ্ত পরিবার ও শোকাভিভূত ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেছেন, হেলাল হাফিজ আমরণ ভক্তদের ভালোবাসায় সিক্ত ছিলেন। দেশ, প্রকৃতি, মাটি ও মানুষের প্রতি তার ছিল গভীর অনুরাগ।

শোকবার্তায় তিনি আরও বলেন, হেলাল হাফিজের মৃত্যুতে দেশ এক গৌরবময় সন্তানকে হারালো। হেলাল হাফিজ বেঁচে থাকবেন তার কর্মের মাঝেই।

Related News