দেশের বর্তমান প্রেক্ষাপটে সংযম প্রদর্শন করে বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর কাজীর দেউরী ভিআইপি টাওয়ারে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১০ এর আওতাধীন ৪২ নম্বর নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে বিএনপি নেতাকমীর্দের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যদানকালে আবদুল্লাহ আল নোমান এই আহ্বান জানিয়েছেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, আত্মতৃপ্তিতে তুষ্ট হলে চলবেনা কারণ এখনো নানা রকম ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের অনেক দোসর এখনো সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থায় বহাল রয়েছে এবং তারা সুযোগের অপেক্ষায় আছে তাই আমাদের নেতাকর্মীদেরকে সর্তক থাকতে হবে।
তিনি বলেন, আগামী নির্বাচন অনেক কঠিন ও চ্যালেঞ্জের হবে। আগামী নির্বাচনে আমাদেরকে অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে। দলে সুবিধাবাদীদের অনুপ্রবেশ যাতে না ঘটে এবং দলের নাম ব্যবহার করে কেউ যাতে কোন অপকর্ম করতে না পারে সেজন্য সাবধানতা অবলম্বন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছে।
৪২ নম্বর নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তরুণ বিএনপি নেতা সাঈদ আল নোমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক জমীর উদ্দীন নাহিদ, নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, ওয়ার্ড বিএনপি নেতা লেদু, মোহাম্মদ বাতেন, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ খলিল, নাজিম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ বাহার, মোহাম্মদ বশির, মোহাম্মদ কমরু, মোহাম্মদ রফিক, মোহাম্মদ কামাল, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মোতালেব, তোফাজ্জল, দুলাল, মোহাম্মদ ফারুক, ছাত্রদল নেতা জনী, হানিফ, রুবেল, সাফায়েত মহিলা দল নেত্রী ফাতেমা, হোসনা, আনজুমান আরা, লালমতি প্রমুখ।