নির্বাচনে দেরি হলে জনগণের মনে প্রশ্ন দেখা দিবে: রিজভী

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-12-23 12:50:36

নির্বাচনের জন্য শেখ হাসিনা ১৫ বছর লাগিয়েছেন উল্লেখ করে বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার যদি এতে আরও অনেক বছর যোগ করতে চান তাহলে তো জনগণের মধ্যে প্রশ্নটা দেখা দিবে যে, পার্থক্যটা কোথায়?

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা দলের মিলাদ মাহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন।

তিনি বলন, অন্তর্বর্তী সরকার যদি তাদের আরও কিছু কাজের জায়গা প্রসারিত করতো তাহলে সেটা ছিলো অতি দ্রুত সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন করা। অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কিছু কিছু উপদেষ্টা বলছেন, এত তাড়া কিসের? এত তাড়া তো নয়, শেখ হাসিনা অনেক লম্বা করেছেন, ১৫ বছর লাগিয়েছেন। আপনারা যদি তাতে আরও অনেক বছর যোগ করতে চান তাহলে তো জনগণের মধ্যে প্রশ্নটা দেখা দিবে যে পার্থক্যটা কোথায়?

বিএনপি ক্ষমতায় যাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে অনেকে এমন কথা বলছেন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, কে ক্ষমতায় আসবে সেটা তো বলা মুশকিল, এটা তো বিএনপির একার বিষয় না। বিএনপি লড়াই করেছে ১৫ বছর, শেখ হাসিনা জনগণের যে মালিকানা সেটা কেড়ে নিয়েছিলেন। সরকার গঠনের ক্ষেত্রে জনগণের যে ক্ষমতা সেটা প্রয়োগ করার কোন সুযোগ ছিল না। কে এমপি হবে সেটা প্রধানমন্ত্রীর কাছ থেকে ঠিক হতো, কে ইউপি চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন। যে কারণে যে কয়টা নির্বাচন ছিল সেখানে ভোট করে জেতাটা বড় ব্যাপার ছিল না, পার্টির নমিনেশন পাওয়াটাই বড় ব্যাপার।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনেক প্রত্যাশা আছে জানিয়ে তিনি আরও বলেন, তারা যেটা করবে নিশ্চয় শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না এটা বিশ্বাস করি আমরা। ডানে, বামে কোথাও গেলে আগের মত আর ভয় লাগে না যে কোন মাইক্রোবাস দাঁড়িয়ে আছে কি না। আমরা আগে দু'তলা/তিন তলা থেকে দেখতাম, তারপর বের হতাম। এই যে ভীতি, আতঙ্কের পরিবেশ এখান থেকে তো আমরা কিছুটা মুক্তি পেয়েছি।

Related News