বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছর দেশকে অন্য দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল। এই সময়ে তারা বাংলাদেশকে শাসন করে নাই শ্মশানে পরিণত করেছে। মানুষের শান্তির ঘুম কেড়ে নিয়েছে। বিচার বিভাগকে তছনছ করেছে। আর্মি অফিসারদের খুন করেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৮টায় রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে বাংলাদেশের জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের পর থেকে ২৪ পর্যন্ত যাদেরকে তারা সংখ্যালঘু বলে মায়া কান্না করে, অন্যায়ভাবে তাদের জমি তারাই দখল করে রেখেছে। সম্পদের ওপর হামলা ও তাদেরকে নির্যাতন করেছে। আর দোষ দিয়েছে নিষ্ঠাবান মুসলমান ও দেশপ্রেমিকদের। জামায়াতে ইসলামী দেশপ্রেমিকদের গুম করেছে। শত শত নেতাকর্মীকে হত্যা করেছে। বাংলাদেশের ব্যাংকগুলোকে খেয়ে ফেলেছে। টাকা চুরি করে বিদেশে পাচার করেছে।
তিনি বলেন, দুঃখের বিষয় স্থানীয় মানুষের যে চরিত্র থাকা দরকার তা আমরা পাইনি। যেভাবে শিক্ষাব্যবস্থা গড়ে ওঠার কথা ছিল, অর্থনীতি শক্তিশালী হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল। বলা হয়েছিল একদল স্বাধীনতার পক্ষের আরেকদল বিপক্ষের।
আবু সাইদকে সাহসী বীর ও স্যালুট জানিয়ে তিনি বলেন, দ্বীনের মত লড়াই করে আমাদের সন্তানেরা আমাদেরকে লড়তে শিখিয়েছে, মরতে শিখিয়েছে। রংপুরবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ, আপনাদের সন্তান আবু সাঈদ প্রথমে এই পথ দেখিয়েছে। ডানা মেলে চিৎকার করে বলেছে, বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর।