দেশের মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে: মুফতি ফয়জুল করীম

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-12-24 19:46:09

৫ আগস্টের আগে সাধারণ মানুষ আওয়ামী ফ্যাসিস্টদের নিপীড়নে পতিত হয়ে বৈষম্যের শিকার হতো, এখন বিএনপির স্থানীয় কিছু নেতার লোভ-লালসা পূরণে স্থানীয় প্রশাসনের সহায়তায় নির্যাতিত হচ্ছে। দেশে নতুন উদ্যমে চাঁদাবাজি ও ছিনতাই শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই এসব কথা বলেন।

শায়খে চরমোনাই বলেন, সম্প্রতি বরগুনা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতির প্রতিষ্ঠানে গিয়ে স্থানীয় বিএনপি নেতার ভাই কর্তৃক ৩০ শতাংশ কমিশন দাবি করা হয়েছে। ঘটনা ফেসবুকে লেখার কারণে বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রদলের প্রাক্তন বরগুনা জেলা সভাপতি রেজবুল কবির তার ভাইয়ের দোষ-ত্রুটি না দেখে উল্টো ইসলামী আন্দোলন নেতাকে মানহানির মামলা করার এবং হসপিটাল বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বিএনপি নেতার পক্ষ হয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাও ইসলামী আন্দোলনের নেতাকে হয়রানির হুমকি দেয়। এ সময় মুফতি ফয়জুল করীম বরগুনা সদর থানার ওসিকে দ্রুত প্রত্যাহার এবং হুমকিদাতা বিএনপি নেতাদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শায়খে চরমোনাই বলেন, প্রশাসনের উঁচু থেকে নীচু পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সম্ভব না হলে নির্বাচনের পরিবেশ তো দূরের কথা, স্বাভাবিক জীবনযাপন এবং ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা কঠিন হবে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সিন্ডিকেটের দৌরাত্ম আরও বাড়বে। কালো টাকার ছড়াছড়ি ব্যাপক হবে। আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার আশা বুমেরাং হবে।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় এমভি আল-বাখেরা নামে সারবাহী একটি জাহাজে দুর্বৃত্তরা আক্রমণ চালিয়ে ৭ জনকে গলাকেটে ও মাথা থেতলে হত্যার ঘটনায় শোক প্রকাশ করে এ ঘটনার কারণ উদঘাটনসহ জড়িতদের খুঁজে বের করে কঠিন শাস্তির দাবি জানান।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মানসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মুহাম্মাদ মুনতাসির আহমদ ও সেক্রেটারী জেনারেল শেখ মাহবুবুর রহমান।

Related News