চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতার দলীয় পদ পুনর্বহাল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-25 18:17:06

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পটিয়ার এনামুল হক এনাম এবং কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া বিএনপির দলীয় পদ ফিরে পেয়েছেন।

গত ১ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করা হয়েছিল। তবে আজ (২৫ ডিসেম্বর) জেলা বিএনপি তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করে পদ পুনর্বহাল করেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে তিন নেতার স্থগিতাদেশ প্রত্যাহার এবং দলীয় পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে আজ তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তারা এখন থেকে দলের শৃঙ্খলা মেনে কার্যকর ভূমিকা রাখবেন।’

এছাড়া, ভবিষ্যতে দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য তাদের সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

Related News