এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-14 13:38:30

এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে একদিন আগের স্থায়ী কমিটির সিদ্ধান্ত বিষয়ে জানানোর জন্য ডাকা সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

বিএনপি মহাসচিব বলেন, এই বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন সম্ভব। এই কারণ নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি এই বছরের মাঝামাঝিতেই নির্বাচন সম্ভব।

সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসরা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল আগামী দুই একদিনের মধ্যে আরেকটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত আলোচনা করা হবে। সেজন্য স্থায়ী কমিটির সদস্য ড মঈন খানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার নির্বাচন বিষয়ের বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ। আমরা মনে করি এত বিলম্ব করার কোন কারণ নেই। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, দেশেও স্থিতিশীলতা আসছে, এই মাসের মধ্যেও সংস্কার কমিটির রিপোর্ট চলে আসবে। একটি দেশে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা আবার এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমরা বলছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কোন প্রশ্নই ওঠে না৷ কারণ, এখন পুরো জাতির, পুরো দেশের ফোকাস জাতীয় সরকারের নির্বাচনের উপর। গত তিনটা নির্বাচন হতে পারেনি। মানুষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের পথ সুগম করতে চায়।

তিনি বলেন, মাঝেমধ্যে আমি নিজেও অবাক হই, এই রকম একটা ক্রিটিকাল মুহুর্তে জাতীয় নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? আপনি দেশকে যদি রেললাইনের উপর তুলতে চান.... সংস্কারের ত একটা চলমান প্রক্রিয়া আছে। আমরাই ত সবার আগে সংস্কারের রুপরেখা তৈরি করেছি।

২৪ ঘোষণাপত্র নিয়ে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা উপদেষ্টা মাহফুজ আলমের কাছ থেকে একটা জুলাইয়ের ঘোষণাপত্রের একটা খসড়া পেয়েছি। উনি আমাদের অনুরোধ করেছেন এই বিষয়ে মতামত দেয়ার জন্য। বিষয়টা এত বেশি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ একদিনের নোটিশে করা সম্ভব না। আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আরও আলোচনা করছি, আমাদের অন্যান্য যে দলগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। শুধু তাই নয়, সংবিধান বিশেষজ্ঞ যারা আছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে।

দেশের বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোও কি বিএনপির সাথে একমত কি না জানতে চাইলে তিনি বলেন, সমমনা দল যারা আন্দোলন করেছেন, ডান দল, বাম দল সবাই আমাদের সঙ্গে একমত যে, প্রত্যেকেই তারা একমত যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। এই ব্যাপারে কোন দ্বিমত আমাদের মধ্যে নেই। ইতিমধ্যে কমিউনিস্ট পার্টি স্ট্যাটমেন্ট দিয়েছেন। জামায়াতে ইসলামীর সঙ্গেও যে খুব পার্থক্য আছে তা দেখি না৷ গত কয়েকদিন আগেও ত বলেছেন যে, দ্রুত নির্বাচন হওয়া দরকার, আগে জাতীয় সরকার নির্বাচন হওয়া দরকার।

Related News