কালক্ষেপণ না করে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান রিজভীর

, রাজনীতি

স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2025-01-14 20:01:22

সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

এসময় রিজভী বলেন, সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। আমরা সংকটের পথে হাটছি। তাই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদগ্রীব দেশের মানুষ।

তিনি আরও বলেন, গণতন্ত্র আন্দোলনের সব দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সমর্থন করেছে। তিনি একজন গুণী মানুষ। তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছেন। কিন্তু তাকে কেউ বিভ্রান্তির মধ্যে ফেললে এটা মানুষের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। তাই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন।

শেখ হাসিনা বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, এ দেশের ভাল-মন্দ নির্ধারণের দায়িত্ব এদেশের জনগণের। বাংলাদেশ কিভাবে চলবে সেটি নির্ধারণ করবে এ দেশের জনগণ। অন্য কোনো দেশ না। বাংলাদেশের নীতিমালা নিধারণ করবে এদেশের জনগণ। অন্য কোনো দেশ নীতিমালা নির্ধারণ করে দেবে না।

নগরীর নওদাপাড়ায় জিয়া শিশু পার্কে শীতবস্ত্র বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা, সদস্যসচিব মামুন অর রশিদ, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।

Related News