অবিলম্বে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারির তারিখ নির্ধারণের দাবি

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-16 00:29:44

শেখ হাসিনা সরকারের পতনের জুলাই গণঅভ্যুত্থানকে আনুষ্ঠানিক স্বীকৃতি ও দলিল সংরক্ষণের স্বার্থে জুলাই অভ্যুত্থানেরে ঘোষণাপত্র জারি করার সময় ঘোষণা করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানে জন্য জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণা করার দাবি উঠিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এরপর ৩০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার সকল রাজনৈতিক দলের সমন্বয়ে এই ঘোষণাপত্র তৈরি করা হবে বলে জানানো হয়। কিন্তু গত ১৫ দিনে আমরা তার কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় তীব্র নিন্দা জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে গৃহীত সিদ্ধান্ত নিয়ে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫ জানুয়ারির আল্টিমেটাম শেষ হওয়ার আগের দিন সরকার বলেছে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসবে। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ধারণ করে এমন বক্তব্য প্রোক্লেইমেশনে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন তিনি।

রাজনৈতিক দলগুলোকে মতপার্থক্য দূরে রেখে বাংলাদেশ প্রশ্নে আমরা এক হওয়ার আহ্বানও জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Related News