থাইল্যান্ডের আকাশে বৃহস্পতিবার দেখা যাবে ‘সুপার ফুল মুন’

, বিজ্ঞান

বিজ্ঞান ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-13 19:06:35

চলতি অক্টোবর মাসের ১৭ তারিখ সন্ধ্যার পর থাইল্যান্ডের পূব আকাশ জুড়ে দেখা যাবে বিশাল আকৃতির চাঁদ, যাকে বলা হয়- সুপার ফুল মুন! এদিন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে।

রোববার (১৩ অক্টোবর) থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এ খবর জানায়।

খবরে বলা হয়, থাইল্যান্ডের দ্য ন্যাশনাল অস্টোনমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট (এনএআরআইটি) জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে চলে আসবে। এদিন থাইল্যান্ডবাসী সন্ধ্যার পর পূব আকাশে বিশাল আকৃতির চাঁদের দেখা পাবেন। একে বলা হচ্ছে, সুপার ফুল মুন।

এদিন চাঁদ পৃথিবী থেকে ৩ লাখ ৫৭ হাজার ৩শ ৬৮ কিলোমিটার দূরে অবস্থান করবে। সে কারণে থাইল্যান্ডবাসী সেদিন সন্ধ্যার পর থেকে পরদিন ভোর পর্যন্ত পূব আকাশে পূর্ণচাঁদ অবলোকন করতে পারবেন।

Related News