‘বিশ্বজয়ী’ হৃদয়ের ভাবনায় এখন আরও এক বিশ্বকাপ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-06 12:36:19

ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ। এই ভারত ২০২০ অনূর্ধ্ব-১৯ দলের কাছে একটু ‘স্পেশাল’। কারণ এই ভারতকে হারিয়েই যে চার বছর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ, যা আবার বৈশ্বিক পর্যায়ে দলের একমাত্র শিরোপা হয়ে আছে।

বিশ্বজয়ী সে দলের ৬ জন এবারের ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আছেন– তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। ওদিকে ভারত স্কোয়াডে ওই বিশ্বকাপের স্কোয়াড থেকে আছেন কেবল লেগ স্পিনার রবি বিষ্ণোই।

বিশ্বজয়ী সে দলের অনেকেই জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন, শুরুতে শরীফুল ইসলাম, এরপর তাওহীদ হৃদয়রা আছেন দলের মূল খেলোয়াড় হয়ে। এরপর অনেকে আছেন আসা যাওয়ার মাঝে। তবে বিশ্বকাপ জিতে গেছেন বলে তাদের সঙ্গে বাকিদের পার্থক্য করতে নারাজ তাওহীদ।

তিনি বললেন, ‘৬ জন আছি বলেই আমরা অন্যরকম, তা নয়, আমাদের কাছে ১৫ জনই সমান। অনেকে টেস্ট খেলেছে, অনেকে অন্য ফরম্যাট খেলেছে, ১০-১২ জনের মতো অভিষেক হয়ে গেছে।’

তবে চার বছর আগের ওই বিশ্বকাপ নিয়ে হৃদয়ের ভাবনা, ‘ওটা আমাদের বড় অর্জন ছিল, এটা অবশ্যই আমাদের আত্মবিশ্বাস দেয়।’ সেটা অবশ্য যে এখন আর তাদের আত্মশ্লাঘায় ভোগায় না, সেটা পরিষ্কার হয়ে গেল তার পরের কথাতেই, ‘এটা নিয়ে ভাবার সময় নেই এখন। এখন সামনের দিকে তাকাতে হবে।’

এবার তার নজর বৈশ্বিক আসরে ভালো করার দিকে। সেখানে ভালো কিছু হলে তবেই না চূড়ান্ত সফলতাটা মিলবে! তার কথা, ‘এশিয়া কাপ, বিশ্বকাপে যদি ভালো করি, তাহলে ওই অভিজ্ঞতা, ওই অর্জনটা কাজে লাগবে বলতে পারব। এখানে যদি ভালো কিছু করতে না পারি, তাহলে আমার মনে হয় না ওটা খুব বেশি একটা কাজে আসবে আমাদের জন্য।’

Related News