পছন্দের ব্যাটিং পজিশন জানালেন হৃদয়

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-10-06 18:16:52

গেল বছর বিপিএলে দারুণ খেলে জাতীয় দলে অভিষেক। এরপর ধারাবাহিকভাবে পারফর্ম করে তাওহীদ হৃদয় বনে গেছেন জাতীয় দলের ব্যাটিং লাইন আপের বড় এক অংশ। শেষ এক বছরে বহুবার দলের হয়ে অনেকটা একাই লড়েছেন তিনি।

ক্যারিয়ারের শুরুর দিকে ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, তাওহীদ খেলেছেন ৪ কিংবা ৫ নম্বর পজিশনে। তবে শেষ অনেক ম্যাচেই তাকে খেলতে হয়েছে আরেকটু নিচের দিকে।

যার ফলে তার ব্যাটিংয়ের জায়গা নিয়ে পড়ে গেছে ধোঁয়াশা, আসলে কোন পজিশনে খেলেন তিনি, সেটা নিয়ে নিজেকেও খানিকটা ধোঁয়াশায় থাকতে হয় তাওহীদকে। তবে পুরো বিষয়টাকে তাওহীদ দেখতে চাইলেন এভাবে, ‘আমি অনেক পজিশনে ব্যাট করেছি। কিন্তু ওটা দলের ডিমান্ড ছিল।’

তবে দল চাইলে একটা নির্দিষ্ট পজিশনে থিতু হতেও আপত্তি নেই তার, ‘দল যদি চায় আমি একটা জায়গায় সেটল হবো, একটা জায়গায় ব্যাট করব, তাহলে হবে ইন শা আল্লাহ। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে আমি কথা বলতে চাই না। আপনি দেখবেন জাতীয় দলে এসে প্রত্যেকটা খেলোয়াড়ই তার পছন্দের জায়গাটা পায় না। জায়গাটা তৈরি করতে হয়, এটার যোগ্য হলে আপনাআপনিই চলে আসবে।’

এই সিরিজে দল চাইছে সিরিজ জিততে। ব্যক্তিগত কোনো লক্ষ্য আছে তাওহীদের? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আলাদা কোনো কিছু টার্গেট করিনি। সিরিজটা গুরুত্বপূর্ণ, এখানে সবাই ভালো করতে এসেছে, সবাই তাই করতে চায়। আমরা আমাদের জায়গা থেকে সেরা চেষ্টাটা করতে চাই।’

Related News