হোয়াইটওয়াশ এড়াতে ভারত র্যাঙ্ক টার্নারের ফরমায়েশ দিয়ে রেখেছিল শেষ টেস্টের ভেন্যু ওয়াংখেড়ের কর্তৃপক্ষকে। ম্যাচে কী হবে, তা অনুমিতই ছিল।
ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের শেষ টেস্টে হচ্ছেও তাই। শুরুতে ব্যাট করা নিউজিল্যান্ড অলআউট ২৩৫ রান তুলতেই। ৯ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন স্পিনাররা।
স্পিন রাজ্যে অবশ্য শুরুটা করে দিয়েছিলেন এক পেসার। আকাশ দীপ ফিরিয়ে দিয়েছিলেন ডেভন কনওয়েকে।
এরপরই স্পিনাররা চলে আসেন দৃশ্যপটে। ওয়াশিংটন সুন্দর একে একে ফেরান টম ল্যাথাম ও রাচিন রবীন্দ্রকে।
চতুর্থ উইকেটে নিউজিল্যান্ড প্রতিরোধ গড়ে তোলে উইল ইয়াং ও ড্যারিল মিচেলের ব্যাটে চড়ে। দুজনই ফিফটি করেন। শেষমেশ ইয়াংকে ফিরিয়ে ৮৭ রানের জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা।
এরপর আর বড় জুটি পায়নি নিউজিল্যান্ড। পরের ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে শামিল হয়েছেন। এক পাশে দাঁড়িয়ে তা দেখে পাল্টা আক্রমণ করার চেষ্টা করেছেন মিচেল। তিনি শেষমেশ থামেন ৮২ রানে।
জাদেজা ৫ উইকেট তুলে নেন ৬৫ রান খরচায়। আগের টেস্টে ১৩ উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দর ৮১ রানে তুলে নেন ৪ উইকেট। দুজনের তোপের মুখে নিউজিল্যান্ড ২৩৫ রানে গুটিয়ে যায়।