আফগানদের চাপে রেখেছে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-11-06 18:23:43

সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তান শুরুতেই বিপাকে পড়ে গিয়েছিল। প্রথম দশ ওভারেই বাংলাদেশ তুলে নিয়েছিল তাদের ৪ উইকেট।

সে চাপ থেকে আফগানদের দ্রুতই উঠে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। আফগানদেরকে তাদের থেকে চাপটা সরাতে দিচ্ছেন না মুস্তাফিজরা। ২৭ ওভার শেষে ৫ উইকেট খুইয়ে ১১১ রান তুলেছে স্বাগতিকরা।

টস হেরে বোলিংয়ে নেমে আফগানদের প্রথম ধাক্কাটা দিয়েছিলেন তাসকিন আহমেদ, ফিরিয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজকে। এরপর মুস্তাফিজুর রহমান তার শুরুর দুই ওভারে ৩ উইকেট তুলে নিলে দশ ওভারের আগেই ৪ উইকেট খুইয়ে বসে আফগানরা। 

তবে এরপর হাশমতউল্লাহ শহিদির সঙ্গে গুলবাদিন নাইব ৩৬ রানের জুটি গড়ে সে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালান। ২০তম ওভারের শেষ বলে তাকে ফিরিয়ে আফগানদের আবারও ধাক্কা দেন তাসকিন। দলটা ২০ ওভার শেষ করে ৭১ রানে ৫ উইকেট খুইয়ে। 

শহিদির সঙ্গে এরপর মোহাম্মদ নবী এসে যোগ দিয়েছেন। ৪০ রানের জুটি ইতোমধ্যেই গড়ে ফেলেছেন দুজন মিলে। স্থিতধী কৌশলে দলকে বিপদমুক্ত করার চেষ্টায় আছেন দুজন।

Related News