মুশফিককে নিয়ে শঙ্কায় বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-11-07 12:39:35

শঙ্কাটা কালই মাথাচাড়া দিয়ে উঠেছিল। একের পর এক ব্যাটার আউট হচ্ছিলেন, কিন্তু মুশফিকুর রহিমের দেখা মিলছি না ব্যাটিংয়ে। শেষমেশ তিনি নেমেছিলেন সাত নম্বরে। যে পজিশনে তিনি খেলেননি শেষ ৯ বছর ধরে।

কেন? তার কারণ জানা গেল এবার। উইকেটকিপিংয়ে চোট পেয়েছিলেন তিনি। সে কারণেই মূলত ২০১৫ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর এই প্রথম মুশফিক নেমেছিলেন ব্যাটিং অর্ডারের ৮ নম্বরে। ব্যাট হাতেও সুবিধা করতে পারেননি। ৩ বলে করেছেন ১ রান। 

তার চোট সম্পর্কে দলও বেশ ভালো কোনো খবর পায়নি। ধারণা করা হচ্ছে মুশফিকের চোটটা গুরুতরই। গাজী আশরাফ হোসেন লিপু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘তিনি একটা চোট পেয়েছেন। এটা গুরুতর বলেই মনে হচ্ছে। পরীক্ষা করার পর আমরা জানতে পারব তিনি কয় দিনের জন্য বাইরে থাকবেন। তবে যা এখন যেমন দেখা যাচ্ছে, তাতে এই সিরিজে তার খেলা সম্ভব হবে বলে মনে হচ্ছে না।’

কী হয়েছে মুশফিকের? সেটা জানাচ্ছেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন, তার আঙুলে চিড় ধরা পড়েছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে তার আঙুলে চিড় পড়েছে। পরীক্ষার পরেই বিষয়টা নিশ্চিত করা যাবে। আমরা এখনও বিস্তারিত কিছু জানি না।’

আফগানদের বিপক্ষে শেষ দুই ওয়ানডে হবে নভেম্বরের ৯ ও ১১ তারিখ। ভেন্যু একই। এই সিরিজের পর বাংলাদেশ দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজে। সে সিরিজে মুশফিক থাকতে পারবেন কি না, তা নিয়েও এখন জেগেছে শঙ্কা।

Related News