পাকিস্তান সিরিজের পর থেকেই যেন বাংলাদেশের বাজে সময় চলছে। ভারতের মাটিতে হোয়াইটওয়াশ, এরপরও ঘরের মাটিতেও দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
এরপর এবার ওয়েস্ট ইন্ডিজ সফর এসেছে দলের সামনে। শেষ কয়েক বছরে এই দেশে ভালো করার রেকর্ড নেই বাংলাদেশের। তার ওপর আবার দলের অভিজ্ঞ দুই ব্যাটার মুশফিকুর রহিম আর নাজমুল হোসেন শান্তও এই সিরিজ থেকে ছিটকে গেছেন। যার ফলে কাজটা আরও কঠিনই হয়ে গেল দলের।
তবে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জানালেন, দলের খেলোয়াড়রা ওভাবে ভাবছেন না মোটেও। তিনি বলেন, ‘আপনি যেমনটা বললেন, আমাদের এই মুহূর্তে সিনিয়র খেলোয়াড় নেই। কিন্তু দলে এখন আমি, মুমিনুল এবং লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটারও আছে। আমার মনে হয় দুই বছর আগের দলের চেয়ে আমরা এখন অনেক ভালো। আর আমরা সবাই অনেক ইতিবাচক। আমরা নেতিবাচক কিছু ভাবছি না। শুধু নিজেদের খেলাতেই মনোযোগ দিচ্ছি।’
সাকিব ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে বিদায় বলতে চেয়েছিলেন টেস্ট ক্রিকেটকে। সেটা না হওয়ায় তার টেস্ট অবসর ভারতের বিপক্ষে কানপুর টেস্টই হয়ে গেছে কি না, সেটাও পরিষ্কার নয়।
তবে মিরাজ জানালেন, তারকাদের ছাড়া খেলাটা দল নিচ্ছে স্বাভাবিকভাবেই। তিনি বলেন, ‘এ রকমটা হতেই পারে। অনেক সময় সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই আমাদের খেলতে হয়। মুশফিক যেমন চোটে পড়েছে। আবার সাকিব যেমন বলেছে সে অবসর নিতে যাচ্ছে। কাজটা কঠিন। কিন্তু এরপরও বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারি। আমরা দল হিসেবে এখন যথেষ্ট ভালো। কিছু তরুণ খেলোয়াড় উঠে এসেছে, তাদের ভালোই সুযোগ আছে এ ধরনের কন্ডিশনে পারফর্ম করার।’