ইয়ামালকে ছাড়া জিততে পারবে তো বার্সা?

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-23 18:16:28

আন্তর্জাতিক উইন্ডোর ঠিক আগের ম্যাচে স্কোয়াডে ছিলেন না লামিন ইয়ামাল। গোড়ালির চোটের কারণে আজ রাতে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচেও তিনি থাকতে পারবেন না। কোচ হানসি ফ্লিক অবশ্য তাকে ছাড়াই খেলতে শিখতে বললেন তার শিষ্যদের।

১৭ বছর বয়সী ইয়ামাল দুই সপ্তাহ আগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারেননি। সে ম্যাচে বার্সা হেরে বসে ০-১ গোলে। সাত ম্যাচের জয়রথ থেমে যায় দলটার।

ফ্লিক গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘কালকের ম্যাচ নিয়ে আমি খেলোয়াড়দের বলব, এটা তাদের জন্য বড় পরীক্ষা যে তারা ইয়ামাল ছাড়া জিততে পারে কিনা।’

ইয়ামাল চলতি মৌসুমে বার্সার শীর্ষস্থানে ওঠার পেছনে বড় ভূমিকা রেখেছেন, পাঁচ গোল ও সাতটি অ্যাসিস্ট করেছেন তিনি। লা লিগায় দলটা ৩৩ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে।

ইয়ামাল বার্সেলোনার জন্য গুরুত্বপূর্ণ। তাই তাকে মাঠে নামানোয় তড়িঘড়ি করা, হাফ ফিট অবস্থায় নামিয়ে দেওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তবে ফ্লিক নিশ্চিত করেছেন যে তিনি ইয়ামালকে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত মাঠে ফেরাবেন না।

তবে ইয়ামালের অনুপস্থিতি দলে প্রভাব ফেলতে পারে বলে স্বীকার করে ফ্লিক জানান, ‘তার মতো গতি, টেকনিক ও ফিনিশিংয়ের মিশ্রণ খুঁজে পাওয়া কঠিন। তবে আমাদের অন্যান্য মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে যারা বিভিন্ন পজিশনে খেলতে পারে। আমরা সেই অনুযায়ী পরিকল্পনা করব।’

বার্সা বর্তমানে রিয়াল মাদ্রিদের থেকে ছয় পয়েন্টে এগিয়ে আছে, যদিও রিয়ালের একটি ম্যাচ বাকি। অন্যদিকে, তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ শনিবার আলাভেসের মুখোমুখি হবে।

Related News