ইতিহাস গড়ে গ্লোবাল সুপার লিগ শুরু সাকিবের

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-11-27 14:47:28

বাংলাদেশি পেসার তানজিম সাকিব গ্লোবাল সুপার লিগের (জিএসএল) উদ্বোধনী ম্যাচে ইতিহাস গড়লেন। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে নেমে লাহোর কালান্দার্সের বিপক্ষে প্রথম উইকেট নিয়ে টুর্নামেন্টের ইতিহাসের প্রথম উইকেট শিকারি হিসেবে নাম লেখালেন তিনি।  

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে লাহোরকে ব্যাটিংয়ে পাঠানোর পর সাকিব লাহোরের ওপেনার মির্জা বেগকে এলবিডব্লিউ করে মাত্র পাঁচ রানে প্যাভিলিয়নে ফেরান। এরপর শেষ ওভারে সালমান মির্জাকে আউট করে লাহোরের ইনিংস গুটিয়ে দেন ১৯.২ ওভারে মাত্র ১২৫ রানে। সাকিব ৩.২ ওভারে মাত্র ২০ রানে দুটি উইকেট তুলে নেন।  

সাকিবের গায়ানা সতীর্থদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ডোয়াইন প্রিটোরিয়াস, যিনি ৪-২১ উইকেট শিকার করেন। এছাড়া হাসান খান নেন দুটি উইকেট। লাহোরের পক্ষে ইংলিশ ব্যাটার টম অ্যাবেল ৪৫ বলে ৪৮ রান করে দলের সর্বোচ্চ স্কোর করেন।  

১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শাই হোপের ৪৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে গায়ানা আমাজন ওয়ারিয়র্স ১৭.৫ ওভারে ১২৯ রান তুলে সহজ ছয় উইকেটের জয় নিশ্চিত করে।  

জিএসএল একটি নতুন টুর্নামেন্ট। যেখানে পাঁচটি দেশের দল অংশ নিচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্স এই আসরে অংশ নিচ্ছে। আগামীকাল ইংলিশ দল হ্যাম্পশায়ারের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে।

Related News