রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-11-27 16:26:46

একেই বলে হেসে-খেলে জয়! আয়ারল্যান্ডকে কোন পাত্তাই দিল না বাংলাদেশ।

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়া এক জয় তুলে নিল টাইগ্রেসরা। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে শুরুতে ব্যাট হাতে দাপট দেখালেন বাংলাদেশের ব্যাটাররা। এরপর বোলিংয়েও বাজিমাত। তার পথ ধরে বাংলাদেশ জিতল ১৫৪ রানে। যা কীনা বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সবোর্চ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড!

এর আগের বড় জয় ছিলো ২০২৩ সালে। দক্ষিণ আফ্রিকাকে ইস্ট লন্ডনে ১১৯ রানে হারায় বাংলাদেশ দল।

বুধবার সকালে মিরপুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান করে।এরপর বল হাতে নিয়ে শ্রেফ উড়িয়ে দিল প্রতিপক্ষকে। ২৮.৫ ওভারে অলআউট হয়ে ৯৮ রানে তুলে আয়ারল্যান্ড।

২৫৩ রানের বড় টার্গেটের সামনে নামা আয়ারল্যান্ডকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশ। মারুফা আক্তার তার পেস অ্যাটাকে দিশেহারা করে দেন অতিথি দলকে। ১০ রানে ২ উইকেট হারায় তারা। এরপর সারা ফোর্বস ও ওরলা পেন্ডারগাস্ট কিছুটা সময় লড়াই করেন।
১৯ রান করে ওরলা ফিরে যান। সারা ২৫ রানে আউট হলে অন্যরা শুধু উইকেটে আসা-যাওয়ার সুযোগটা পেয়েছেন।

বাংলাদেশের হয়ে ২৩ রানে ৩ উইকেট তুলেছেন সুলতানা খাতুন। ২টি করে উইকেট শিকার করেছেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার।

এদিকে এর আগে বাংলাদেশ গড়ে রেকর্ড সংগ্রহ। শারমিন সুপ্তার দারুণ এক ইনিংসে ভর করে বাংলাদেশ ইতিহাস গড়ে ফেলে। নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল দল। ৪ উইকেট খুইয়ে স্বাগতিকরা তুলে ২৫২ রান।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৫৯ রানে ওপেনিং জুটি ভাঙে বাংলাদেশের। ৬১ বলে ৩৮ করা মুরশিদা খাতুন বিদায় নেন। দ্বিতীয় উইকেট জুটিই বাংলাদেশের বড় রানের ভিত গড়ে দিয়েছে। ১০৫ বলে এই জুটিতে আসে ১০৪ রান। এক পাশ ধরে রেখে ফারজানা হক তার কাজটা করে দিয়ে গেছেন, বিদায় নেওয়ার আগে ১১০ বলে তিনি করেছেন ৬১ রান।

বড় রান এনে দেওয়ার কাজটা করেছেন তিনে নামা শারমিন সুপ্তা। ৪৯তম ওভারে আউট হওয়ার আগে তিনি খেলেন ৮৮ বলে তার ৯৬ রানের ইনিংস। সঙ্গে নিগার সুলতানাও বেশ ভালো ইনিংস খেলেন, ২৮ বলে করেন ২৮ রান।

৯ বলে ১৩ রান করেন স্বর্ণা আক্তার। তার ব্যাটেই ১৩ ম্যাচ পর বাংলাদেশ নারী ক্রিকেট দল দেখতে পায় ছক্কার মুখ। তার পথ ধরে বাংলাদেশ ইনিংস শেষ করে ২৫২ রান তুলে, যা বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান। এর আগের সর্বোচ্চ ছিল ২৫০, গেল বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে এই রান করেন টাইগ্রেসরা!

শনিবার মিরপুরের মাঠেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুই দল।

Related News