সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর এক ম্যাচে ৮ রানে জয় তুলে নিয়েছে ঢাকা মেট্রো। ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করেও পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রাজশাহীর ফরহাদ রেজাকে।
প্রথমে ব্যাট করে মেট্রো ১৬২ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে। নাঈম শেখ ২৩ বলে ৪৩, ইমরানুজ্জামান ১২ বলে ২১ এবং তাহজিবুল ইসলাম ১৮ বলে ৩১ রান করেন।
রান তাড়ায় হাবিবুর রহমান সোহানের ২৩ বলে ৩৩ রানের ভালো শুরু সত্ত্বেও রাজশাহীর ব্যাটিং ধসে পড়ে। ৮৬ রানে ৭ উইকেট হারানোর পর দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ফরহাদ রেজা। তার ৩৫ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রানের ঝোড়ো ইনিংস ম্যাচ জমিয়ে তোলে।
শেষ ওভারে রাজশাহীর প্রয়োজন ছিল ১০ রান, হাতে ২ উইকেট। ফরহাদ বড় শট খেলার চেষ্টায় ক্যাচ দিয়ে ফিরে গেলে মেট্রোর জয়ের পথ সুগম হয়। খানিক পর মোহর শেখ অন্তরও ক্যাচ দিয়ে বিদায় নিলে রাজশাহী অলআউট হয়ে যায় ১৫৪ রানে।
ব্যাটিংয়ে ৬০ রান করার আগে বোলিংয়েও ২০ রানে ১ উইকেট নেওয়া ফরহাদ ম্যাচ সেরা হন। বিকেলের আরেক ম্যাচে রংপুর বিভাগ ডিএলএস মেথডে ঢাকা বিভাগকে ২১ রানে হারায়।