মুখে প্রতিপক্ষের বুটের আঘাত, গুরুতর চোট ডোনারুম্মার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-19 13:32:50

প্যারিস সেন্ট-জার্মেই লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে। তবে ম্যাচটি পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মার জন্য ভয়াবহ ছিল। মোনাকো ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর বুটের আঘাতে ডোনারুম্মার ডান চোখের পাশে গুরুতর কাটার সৃষ্টি হয়, যার জন্য ১০টি সেলাই দিতে হয়েছে।  

সিঙ্গো অনিচ্ছাকৃত সংঘর্ষের জন্য কোনো শাস্তি পাননি। পিএসজি অধিনায়ক মারকিনিয়োস এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি জানি না রেফারি খারাপভাবে পজিশন নিয়েছিল কিনা, কিন্তু ভিএআরকে এখানে হস্তক্ষেপ করা উচিত ছিল। খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া প্রয়োজন। এই ধরনের পরিস্থিতিতে লাল কার্ড না দেওয়া, এটি বড় একটি সিদ্ধান্ত।’

ডোনারুম্মার পরিবর্তে মাঠে নামেন মাতভেই সাফোনভ। এরপর পিএসজির হয়ে তাদের প্রথম লিগ গোলটি করেন ডেসায়র দোয়ে।  

মারকিনিয়োসের হাতে বল লাগায় মোনাকো পেনাল্টি পায়, যা থেকে এলিয়েস বেন সেগির সমতায় ফেরান। তারপর মাঘনেস আকলিওচের ক্রসে ব্রিল এম্বোলো গোল করে মোনাকোকে এগিয়ে দেন।  

তবে উসমান দেম্বেলে দ্রুত গোল করে পিএসজিকে সমতায় ফেরান। বিকল্প খেলোয়াড় গনসালো রামোস কর্নার থেকে হেডে গোল করে পিএসজিকে আবার এগিয়ে দেন। লি কাং-ইনের দূরপাল্লার শট মোনাকো গোলরক্ষক ফিলিপ কোহেন পোস্টে ঠেকান।  

স্টপেজ টাইমে দেম্বেলে আবার গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে মার্সেই ও মোনাকোর থেকে ১০ পয়েন্ট এগিয়ে যায় পিএসজি।

পিএসজি কোচ লুইস এনরিকের দল রবিবার ফ্রেঞ্চ কাপের শেষ ৬৪-এর ম্যাচে লেন্সের মুখোমুখি হবে। জানুয়ারির ৫ তারিখে দোহায় মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার মুখোমুখি হবে তারা।  

Related News