জাতীয় লিগে অলরাউন্ডার বনে গেলেন শান্ত

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-19 15:10:07

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতেই পারেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সে চোট কাটিয়ে জাতীয় লিগ ক্রিকেট দিয়ে মাঠে ফিরেছেন তিনি। ব্যাট হাতে প্রথম ম্যাচে সফল হয়েছিলেন। লিগের শেষ ম্যাচে এসে ব্যাটিংয়ের পাশাপাশি সফল হলেন বোলিংয়েও। অলরাউন্ড নৈপুণ্যের জন্যে তিনি বনে গেছেন ম্যাচসেরাও। 

জাতীয় লিগে নিজের প্রথম ম্যাচে শান্ত করেছিলেন ৫৪ বলে ৮০। এরপর টানা তিন ম্যাচে রান পাননি তিনি। তবে তিনি জ্বলে উঠলেন শেষ ম্যাচে এসে। সিলেটের বিপক্ষে তিনি আজ ৬ চার ও ৫ ছক্কায় ৪৮ বলে করেন ৭৮ রান।

এখানেই থামেননি তিনি। এরপর তিনি বল হাতেও সফলতার মুখ দেখেছেন। কোটার চার ওভার পুরো বল করেছেন শান্ত। ১৯ রান দিয়ে তিনি শিকার করেন এক উইকেট। সেটাও আবার প্রতিপক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার পিনাক ঘোষের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ তার এমন পারফর্ম্যান্সই জয় এনে দিয়েছে রাজশাহীকে। তার ৭৮ এর পাশাপাশি দলকে উড়ন্ত সূচনা এনে দিতে সাহায্য করেন হাবিবুর রহমান সোহান, ২৫ রান করেন তিনি। এরপর সাব্বির হোসেনও ২০০ স্ট্রাইক রেটে করেন ৩০ রান। তবে তাদের বিদায়ের পরই ঝুলে পড়ে রাজশাহীর ইনিংস। শেষ ৫ ওভারে আসে মোটে ২৯ রান। তাতে দলটা ২০০ রানের আশা জাগিয়েও থামে ৮ উইকেট খুইয়ে ১৮১ রানে। 

জবাবে জিসান আলমের ব্যাটে চড়ে দারুণ এগোচ্ছিল সিলেট। ২৮ বলে ফিফটি করে ফেলেন জিসান। তার ব্যাটে চড়েই সিলেট ৮ ওভারে তুলে ফেলে ৮৫ রান। তবে পরের ওভারে তিনি ৬০ রান করে বিদায় নিলে মুখ থুবড়ে পড়ে সিলেটের ইনিংস। পিনাক ঘোষ একটা চেষ্টা করেছিলেন, তবে শান্তর বলে তিনি বিদায় নিলে সিলেট আর বেশি দূর এগোতে পারেনি। ১৫৫ রানে ইনিংস শেষ হয় তাদের। সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় তাদের শেষ চারের আশাও।

Related News