ব্যালন ডি’অরের মঞ্চে টানা দ্বিতীয়বার সেরা গোলরক্ষকের ‘ইয়াশিন ট্রফি’ জেতার পর ফিফা দ্য বেস্ট গোলরক্ষকের পুরস্কারও জিতেছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ। তবে এই দারুণ ফর্মের মাঝেই তিনি অবসরের বিষয়ে কথা বলে বসলেন।
গতকাল ১৮ ডিসেম্বর ছিল আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের দ্বিতীয় বর্ষপূর্তি। এই উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সাক্ষাৎকার নেয়। সেখানে মার্তিনেজ জানান, তিনি আর্জেন্টিনার হয়ে পরপর দু’বার বিশ্বকাপ জিততে পারলে অবসর নেবেন।
মার্তিনেজ বলেন, ‘এমন কোনো জাতীয় দল আছে যারা পরপর দু’বার বিশ্বকাপ জিতেছে? যদি আমি আর্জেন্টিনার হয়ে দু’বার বিশ্বকাপ জিততে পারি, তবে আমি অবসর নিয়ে নেব। আমি প্রতিজ্ঞা করছি। তোমাদের আজই বলে দিলাম। আমি সেই বিশ্বকাপের পরই অবসর নেব।’
‘আমি মাত্র ৩২ বছর বয়সে আছি, বিশ্বকাপ যখন আসবে তখন সেটি হবে ৩৩। অর্থাৎ, তখনো যথেষ্ট তরুণ থাকব।”
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জেতে। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে জয় আসে। নির্ধারিত সময়ে ফরাসি ফরোয়ার্ড কোলো মুয়ানির নিশ্চিত গোল ঠেকিয়ে মার্তিনেজ হয়ে ওঠেন দলের নায়ক।
সেই মুহূর্ত স্মরণ করে মার্তিনেজ বলেন, ‘এর চেয়েও কঠিন বল আমি আগে ঠেকিয়েছি। কিন্তু ওই মুহূর্তে আমি চোখ বন্ধ করে প্রার্থনা করছিলাম— ‘প্রয়োজনে আমার মুখ উড়ে যাক।’