মেয়েদের ফাইনালে পুলিশ ও আনসার

বিবিধ, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-23 20:58:16

পুলিশের পুরুষ দল না পারলেও বিজয় দিবস কাবাডির ফাইনালে পৌঁছে গেল পুলিশ নারী দল। আজ সোমবার উত্তেজনা পূর্ণ নারী বিভাগের প্রথম সেমিফাইনালে পুলিশ দল ৪১-৩৫ পয়েন্টে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ দলকে। দ্বিতীয় সেমিতে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৪৩-১৮ পয়েন্টে নড়াইল জেলাকে হারিয়েছে।

আগামীকাল বিকাল ৪ টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে পুলিশ ও আনসার।

'ক' গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে আসে বাংলাদেশ পুলিশ। আর বর্ডার গার্ড বাংলাদেশ 'খ' গ্রুপে হয়েছিল রানার্স আপ। শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দারুন লড়াই হয়েছে দুই দলের মাঝে। দ্বিতীয়ার্ধের জন্য আকর্ষণ রেখে বিরতিতে যায় পুলিশ ও বিজিবি নারী দল। প্রথমার্ধে বর্ডার গার্ড বাংলাদেশ ২০-১৮ পয়েন্টে এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধেও কেউ কাউকে ছাড় দেয়নি। এক সময় দুই দলের পয়েন্ট ছিল সমান ২৮। তবে সময় যতো গড়িয়েছে ম্যাচ নিজেদের নাগালে নিয়ে আসে পুলিশ। শেষ পর্যন্ত হাসি নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন পুলিশ দলের শ্রাবণী মল্লিক।

অন্য সেমিফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপি সহজ জয় পেয়েছে নড়াইল জেলার বিপক্ষে। তবে প্রথমার্ধে জমজমাট লড়াইয়ের আভাস ছিল। দুই দলের পয়েন্ট এক সময় সমান ১০ হলেও ১৭-১০ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় আনসার। দ্বিতীয়ার্ধে পয়েন্ট বাড়িয়ে নিয়েছে আনসার। সেই তুলনায় পিছিয়ে ছিল নড়াইল জেলা দল। বড় ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে পা রাখে আনসার নারী দল। সেরা খেলোয়াড় আনসারের স্মৃতি আক্তার।

Related News