আইসিসি র‍্যাঙ্কিংয়ের সেরা দশে মাহেদী, ক্যারিয়ার-সেরা অবস্থান তাসকিনের

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-25 17:57:02

ওয়েস্ট ইন্ডিজ সফরটা ভালো-মন্দের মিশেলে কেটেছে বাংলাদেশের। তবে শেষটা টি-টোয়েন্টিতে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের তাদেরই মাটিতে হারানোর ফলে সুখস্মৃতিটাই রয়ে যাবে লিটন দাসের দলের মনে।

সেই সিরিজে দারুণ পারফর্ম করার সুফল পেয়েছেন শেখ মাহেদী হাসান। ২০২১ সালের পর তিনি আবারও চলে এসেছেন র‍্যাঙ্কিংয়ের সেরা দশে। এছাড়াও তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ– এদের সবার নামের পাশে জ্বলজ্বল করছে ক্যারিয়ার-সেরা রেটিং পয়েন্ট। আজ বুধবার আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিং আপডেট জানানো হয়েছে, সেখানেই এই সুখবর পেয়েছেন তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শেখ মাহেদী রান দিয়েছেন ৪৬টি। ইকনমি ৪.১৮, আর গড় মোটে ৫.৭৫। উইকেট তুলে নিয়েছেন ৮টি, এক ম্যাচেও ২০ এর বেশি রান দেননি। ব্যাট হাতেও তিনি করেছেন ৩০ রান। সব মিলিয়ে তার পারফর্ম্যান্সই ছিল এই সিরিজে সবার চেয়ে ভালো, তিনিই বনে গেছেন সিরিজ সেরা।  

এই পারফর্ম্যান্সের ফলে তার ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে। সেখানে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনি এগিয়ে এসেছেন ১৩ ধাপ, বর্তমানে তার অবস্থান ১০-এ। তাসকিন আহমেদ এই সিরিজে ৭ উইকেট দখল করেছেন। তিনি এগিয়ে এসেছেন ১৩ ধাপ, তার রেটিং পয়েন্ট ৬৩০, যা তার ক্যারিয়ার-সেরা। তিনি এখন আছেন ১১ নম্বরে।

এই সিরিজে রিশাদ নিয়েছেন ৬ উইকেট। ২১ ধাপ এগিয়ে তিনি আছেন ১৭ নম্বরে। হাসান মাহমুদ সবচেয়ে বড় লাফটা দিয়েছেন। ২৩ ধাপ এগিয়ে তিনি আছেন ২৪ নম্বরে।

শেখ মাহেদী অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও এগিয়ে এসেছেন। ১০ ধাপ এগিয়ে তিনি আছেন ৩০-এ। এই তালিকাতেও মাহেদীই বাংলাদেশের সবার চেয়ে এগিয়ে আছেন। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে অবশ্য শীর্ষ দশ তো দূর অস্ত, শীর্ষ ৩০ এও নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার। 

Related News