বিপিএল পয়েন্ট তালিকায় কোন দল কোথায় দাঁড়িয়ে

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-11 21:47:56

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব চলছে। এ অবস্থায় ৬ ম্যাচের ৬ টিতেই জয় তুলে নিয়ে দারুণ ফর্মে আছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। তবে এবারের আসরে ভাগ্য সহায়ক হচ্ছে না ঢাকা ক্যাপিট্যালসের।

নিজেদের ৬ ম্যাচের ৬টিতেই হেরেছে চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা

বিপিএলের ১৬তম ম্যাচে ঘরের মাঠে ঢাকা ক্যাপিট্যালসের বিপক্ষে মাঠে নেমে নিজেদের প্রথম জয়ের দেখা পায় সিলেট স্ট্রাইকার্স। ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ষ্ঠ স্থানে দলটি।

চলুন দেখা নেয়া যাক টেবিলে কোন দলের অবস্থান কোথায়-

দল               ম্যাচ জয় হার পয়েন্ট রানরেট
রংপুর রাইডার্স   ৬     ৬   ০      ১২  (১.৭৩২)
ফরচুন বরিশাল  ৫     ৩     ২     ৬  (০.৮৩৮)
চিটাগং কিংস    ৩     ২     ১      ৪  (১.২৬২)
খুলনা টাইগার্স   ৩     ২     ১      ৪  (-০.৪৮৩)
দুর্বার রাজশহী   ৫     ২    ৩       ৪  (-১.০১৭)
সিলেট স্ট্রাইকার্স ৪     ১    ৩       ০ (-১.৬৩০)
ঢাকা ক্যাপিটালস ৬   ০    ৬       ০ (-১.৪১০)

Related News