শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব। বন্দর নগরী চট্টগ্রামে যাওয়ার আগে সিলেট পর্বে ঘটেছে অনেক কিছুই।
টানা ৬ ম্যাচ হারার পর রেকর্ড করা জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। টানা ৭ জয়ে যথারীতি পয়েন্ট তালিকায় সবার উপরে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দলটা প্লে-অফের দিকে এক পা দিয়ে রেখেছে বলাই যায়। প্রথম দুই ম্যাচ জয় দিয়ে শুরু করা খুলনা হেরেছে টানা তিন ম্যাচ।
ঘরের মাঠে যাওয়ার আগে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে চিটাগং কিংস। টানা ৩ জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে চিটাগং। রংপুরের সঙ্গে হেরে তালিকার ৩ এ নেমে গেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স ও দূর্বার রাজশাহী তাদের সকলেই ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যথাক্রমে চতুর্থ,পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে আছে।
সিলেট পর্ব শেষে বিপিএলের পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান রেট
রংপুর রাইডার্স ৭ ৭ ০ ১৪ +১.৫৪২
চিটাগং কিংস ৪ ৩ ১ ৬ +১.৩২৩
ফরচুন বরিশাল ৫ ৩ ২ ৬ +০.৮৩৮
খুলনা টাইগার্স ৫ ২ ৩ ৪ +০.১৩০
সিলেট স্ট্রাইকার্স ৬ ২ ৪ ৪ –১.২৫৪
দুর্বার রাজশাহী ৬ ২ ৪ ৪ –২.১১৭
ঢাকা ক্যাপিটালস ৭ ১ ৬ ২ –০.০৯৭